জনাব আলী পাইলট প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল জনটা ক্লাব অফ চিটাগং পরিচালিত পতেঙ্গার জনাব আলী পাইলট প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল জনটা ক্লাবের ফার্স্ট বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফারহানা আবসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন জনটা ক্লাবের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, সদস্য রেহনুমা আজাদ, স্কুলের শিক্ষক নাসরিন সুলতানা, নুসরাত জাহান, মোহাম্মদ সুমন, জান্নাতুন নূর প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে দিলরুবা আহমেদ বলেন, বর্তমানে শিশুরা মাঠের অভাবে ঘরবন্দি হয়ে পড়ছে, শারীরিক চর্চার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি শিশুদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরিয়াদ-মুশফিকরা কেউই দলে অটো চয়েজ না