জনস্বাস্থ্যের উন্নতি সাধনের বিষয়ে লক্ষ্য রাখতে হবে

বিশ্ব জনসংখ্যা দিবসের সভায় ডা. নাসির উদ্দিন মাহমুদ

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

‘অধিকার ও পছন্দই মূল কথা : প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাঙ্ক্ষিত জন্মহারে সমাধান মেলে’। এবারের এই প্রতিপাদ্য বিষয়ে তারুণ্যের প্রতীকের উদ্যোগে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলেচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্‌ খান সাকিবের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম তাওসীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম হাছান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা, চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক সাহেলা আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. ফজলে এলাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল হাসনাত দিপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. হাসান উদ্দীন, সদস্য নওশিন শারমিলি। এতে আরো অংশ নেন সদস্য কবির আহমেদ আজাদ, মাসুকা নাসরিন তানি, নাজনিন আক্তার, অভিজিৎ বড়ুয়া, কামরুল হোসাইন, মাসফিকা মাহবুব, তানমুন তাকসির, নজমুল হক, নীলয় ভট্টচার্য্য, শহিদুল ইসলাম, রাফা চৌধুরী, আবু সাঈদ আলভী, তাওসীন ইসলাম, নাজমুল হাসান রিয়াদ, সাকিব আশরাফ, মফিজুল খায়ের সাকিব প্রমুখ। প্রধান অতিথি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায় অপুষ্টি, পর্যাপ্ত শিক্ষার অভাব, বেকারত্ব, চিকিৎসা সেবার অপ্রতুলতার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধলকডাউনে কর্মহীন মানুষের পাশে