জনস্বার্থ ইস্যুকে কাজে লাগিয়ে মাঠে নামার ‘কৌশল’ ঠিক করেছে বিএনপি। এতে আবার জনগণকেও সম্পৃক্ত করতে চায় দলটি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর প্রভাবে পরিবহন ভাড়াসহ জিনিসপত্রের দাম বৃদ্ধিকে ইস্যু হিসেবে বেছে নিয়ে কর্মসূচি ঠিক করেছে বিএনপির নীতি-নির্ধারণী মহল। বিএনপির হাইকমান্ড মনে করে, নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু হওয়ায় সাধারণ মানুষের কাছে তাদের কর্মসূচি গ্রহণযোগ্য হবে। এদিকে কৌশলের অংশ হিসেবে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আগামী ২২ আগস্ট থেকে চট্টগ্রামসহ দেশের প্রতিটি সাংগঠনিক ইউনিট এ কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে আছে মিছিল, সভা ও সমাবেশ। কর্পোরেশন ও পৌর এলাকায় ওয়ার্ড পর্যায়ে এবং উপজেলাগুলোতে ইউনিয়ন পর্যায়েও এ কর্মসূচি পালন করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কর্মসূচি ‘সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত’ করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং টিম গঠন করা হয়। চট্টগ্রাম বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহানকে টিমের প্রধান এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে সমন্বয়কারী করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার গঠিত টিমের প্রথম সভা হবে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে। ওই সভা থেকে চট্টগ্রাম বিভাগে কীভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে তা ঠিক করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত সংসদীয় আসনগুলোর বিএনপির সাবেক সাবেক সংসদ সদস্যগণ, জেলা ও নগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহাজাহান দৈনিক আজাদীকে বলেন, গ্যাস-তেলের দাম বেড়েছে। গাড়ি ভাড়া ও জিনিসপত্রের মূল্য বেড়েছে। মানুষ তে কষ্টে আছে। জনবান্ধব ইস্যুগুলোতে কেন্দ্র কর্মসূচি ঠিক করেছে। সঠিকভাবে যাতে শাস্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করা হয় সে বিষয়টা দেখবো আমরা। কোথাও কোনো সমস্যা হচ্ছে কীনা সেটা পর্যবেক্ষণ করা হবে। এর সাথে সাথে সামনে বড় ধরনের আন্দোলন-কর্মসূচির জন্যও দলের নেতাকর্মীদের প্রস্তুত করা হল। অবশ্য আমরা সবসময় প্রস্তুত। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সরকার ভীতি কাজ করে। তাই তারা চুপ করে থাকে। কিন্তু সরকারের কর্মকাণ্ড তারা মেনে নিচ্ছে না। এর প্রতিবাদে তারা স্থানীয় সরকারের ভোটগুলো বর্জন করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে জনগণের মনে সরকার এক ধরনের ভীতি তৈরি করে রেখেছে। যে ভয়-ভীতি আছে তা আমাদের অ্যাক্টিভিটিস দেখে দূর হবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করব।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আজাদীকে বলেন, শুক্রবারের প্রস্তুতি সভায় বিভাগীয় পর্যায়ের যত নেতা আছেন সবাই উপস্থিত থাকবেন। খসরু ভাইও থাকবেন। তিনি বলেন, সম্প্রতি যেসব সভা-সমাবেশ হয়েছে সেখানে প্রচুর লোক সমাগম হয়েছে। দলের কর্মীরা বাইরেও সাধারণ মানুষও অংশ নিয়েছে। আশা করছি নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু হওয়ায় আগামীতেও সাধারণ মানুষের সমর্থন মিলবে।
এদিকে মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহাজাহানকে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, ‘জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে ২২ আগস্ট থেকে সারা দেশে উপজেলা, থানা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষিত হয়েছে। কর্মসূচিগুলো সুশৃঙ্খল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্য মো. শাহাজাহানকে প্রধান করে বিভাগীয় টিম গঠন করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়। মনিটরিং টিমে বিভাগের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য, জেলা ও মহানগরের সভাপতি অথবা আহ্বায়ক, সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিব এবং যুগ্ম আহাবায়ককে কমিটির সদস্য করা হয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়।
পরবর্তীতে গত ১৬ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহানগর ও জেলা নেতৃবৃন্দকে চিঠি দিয়ে কর্মসূচি বিষয়ে দিক নির্দেশনা দেন।