জনসভায় যাওয়ার পথে চন্দনাইশের আওয়ামী লীগ নেতার মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় যাওয়ার পথে চন্দনাইশের এক আওয়ামী লীগ নেতা স্ট্রোক করে মারা গেছেন। তার নাম জহিরুল ইসলাম বাচা (৪৭)।

জানা যায়, আজ রবিবার দুপুর ১২টার দিকে মিছিল সহকারে জনসভাস্থলে যাচ্ছিলেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম বাচা প্রকাশ বাচা সওদাগর। এ সময় হঠাৎ তিনি অসুস্থবোধ করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক জানান, মিছিল সহকারে সভাস্থলে যাওয়ার পথে অসুস্থবোধ করেন তিনি। দ্রুত তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের সাথে কথাও বলেন জহির উদ্দীন বাচা।

কিন্তু পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি হদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাকে চন্দনাইশে নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাসী : চট্টগ্রামে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ১৮ ফুট লম্বা অজগর অবমুক্ত