মহামারীতে বিপর্যস্ত হয়ে যখন কঠোর লকডাউনে ব্রিটেন, সেসময় প্রধানমন্ত্রীর সরকারি অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে রাতভর চলেছে নানা পার্টি, যার একটিতে একজন কর্মকর্তা অতিরিক্ত অ্যালকোহল পানে অসুস্থ হয়ে পড়েন, পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি হাতাহাতিতেও জড়ান। খবর বিডিনিউজের।
কোভিড বিধি ভেঙে ২০২০ সালের ১৮ জুনের একটি পার্টির ওই ঘটনা তুলে ধরা হয়েছে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা সু গ্রের তদন্ত প্রতিবেদনে। সরকারি এক কর্মকর্তার বিদায় উপলক্ষে ডাউনিং স্ট্রিটের কেবিনেট রুমে ওই পার্টি শুরু হয়েছিল, যা কেবিনেট সেক্রেটারির রুম পর্যন্ত গড়িয়েছিল।