জনসংযোগ সমিতির ইফতার মাহফিল

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের ইফতার ও সম্মেলন অনুষ্ঠান গত ২৩ এপ্রিল মেরিটাইম মিউজিয়াম ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশ-বিদেশে প্রশিক্ষণ, তিনটি সাম্প্রতিক বিষয়ে সেমিনার আয়োজন ও সমিতির কার্যপরিধি বৃদ্ধির জন্য সক্রিয় পদক্ষেপ নেয়ার ঘোষণা দেওয়া হয়।

সমিতির সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সাকী। সূচনা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক মোসতাক খন্দকার।

সভায় সমিতির অভিজ্ঞতা ও ইতিহাস আলোচনা করেন সমিতির সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম বেলায়েত হোসেন, বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক (পিআর) শফিকুল আলম খান, মিডিয়া কনসালটেন্ট সাংবাদিক এজাজ মাহমুদ। অতিথিদের ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।

এছাড়াও আলোচনা করেন কালাম চৌধুরী, খলিলুর রহমান, খালেদ হামিদী, মিজানুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌস আরা, শাহাদাত হোসেন ও ইয়াকুব আলী। মুনাজাত পরিচালনা করেন মোকাম্মেল হোসেন। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বহুজাতিক কোম্পানীর জনসংযোগবিদগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪১নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধদলীয় পরিচয়ে অনৈতিক কর্মে জড়িতদের আইনের আওতায় আনা হবে