জনবান্ধব সরকার গঠনে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে

কোতোয়ালী থানা ছাত্রসমাজের সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় ছাত্রসমাজ কোতোয়ালী থানার উদ্যোগে এক কর্মী সভা গতকাল বুধবার একটি রেস্টুরেন্টে ছাত্রনেতা আকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রসমাজ কেন্দ্রীয় সাবেক সদস্য সুমন বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর ছাত্রসমাজ নেতা আবু হানিফ নোমান, আবু হাসান, বাপ্পি আহমেদ, আরাফাতুল আলম কচি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা ফাহাদ আহমেদ, মো. হাসান, লুৎফুর রহমান, রহমত আলী, মো. জিসান, সাজ্জাদ খান, জয় দে, মো. হাসান মাসুম, পারভেজ উদ্দীন, নিলয় ইসলাম, টিপু ইসলাম, আরিফ হাসান, বাধন উল্লাহ, মো. ইয়াসিন, অমল দে, শ্রীকান্ত চৌধুরী, আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে একমাত্র জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিলো বাংলার মানুষের জন্য জনকল্যাণের সোনালী সময়। আর কোন সরকার এত বেশী উন্নয়ন করতে পারেনি। তাই দেশে জনবান্ধব সরকার গঠনে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেপুর দরবারে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার