হাটহাজারী উপজেলা প্রশাসন জনসেবা প্রদানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরুপ জনপ্রশাসন পদক ২০২০ পেয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের হাতে আনুষ্ঠানিকভাবে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীকে সরকার ঘোষিত ‘আমার জেলা আমার শহর’ মডেল উদ্যোগ বাস্তবায়ন করায় জনপ্রশাসন পদক ২০২০ এর জন্য (প্রতিষ্ঠানিক) ক্যাটাগড়িতে মনোনীত হয়েছিল এ উপজেলা।