জনপ্রতি সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনপ্রতি মেবাইল সিম নিবন্ধনের সর্বোচ্চ সীমা সাতটিতে নামিয়ে আনার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ বিষয়ে কথা বলেন। বৈঠকে মোবাইলের সিম কার্ডের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে একজন ১০টি সিম ব্যবহারের সুযোগ রয়েছে। এটা নির্বাচনের আগে সর্বোচ্চ সাতটির মধ্যে নিয়ে আসতে পারি। খবর বিডিনিউজের।

এই সীমা পর্যায়ক্রমে পাঁচটি থেকে দুইটিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিম কার্ড একেবারে কমানো যাবে না, ধীরে ধীরে তা কমিয়ে আনা হবে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কেউ একজন একটি সিম কার্ড নিয়েছেন, কিন্তু কৌশলে ওই ব্যক্তির নামে আরো কিছু সিম কার্ড বের করে নেওয়া হচ্ছে। আর এই সিম কার্ড দিয়ে অপরাধ হওয়ায় মূল ব্যক্তি তা জানেনই না। সোশাল মিডিয়ায় অনেক ‘অসত্য, বিভ্রান্তিকর’ তথ্য প্রচার হয় মন্তব্য করে এসব বিভ্রান্তি দূর করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলগুলো ‘সংঘর্ষের জন্য মুখিয়ে আছে’ একজন উপদেষ্টার এমন বক্তব্য উদ্ধৃত করে নির্বাচনে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন কতগুলো ঘটনা ঘটে। নির্বাচনে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘর ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটে। একেবারে পুরো এলিমিনেট করে দিতে পারে, তা না। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এসব বিষয়ে আলোচনা করে ‘সমাধান করবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।জাহাঙ্গীর আলম চৌধুরী মনে করেন, জনগণ সচেতন হলে নির্বাচন ‘খুবই সুন্দর’ হবে। ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেট পরে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না, সবাইকে সচেতন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান মেয়র শাহাদাতের
পরবর্তী নিবন্ধবায়েজিদে ১,৬৭৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা