সরকারি প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, অনিয়ম, কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার জেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফসহ ভূমি অধিগ্রহণ শাখার ৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ তাদের জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এ জিজ্ঞাসাবাদ চলে। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহ, কানুনগো আতাউল হক, আবদুল খালেক, বসন্ত কুমার চাকমা, সার্ভেয়ার মিশুক চাকমা, পরিমল চন্দ্র দাস, পিকলো দাশ ও তহশিলদার জয়নাল।
দুদক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি র্যাবের অভিযানে ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সার্ভেয়ার ওয়াশিম খানের বিরুদ্ধে করা দুদকের মামলাটি তদন্ত করছেন উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ৪ আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিতে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, তাঁর ছেলে হাসান মেহেদী রহমান, শ্যালক মিজানুর রহমানসহ কক্সবাজারের দুইজন সাংবাদিক, কয়েকজন আইনজীবী, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরসহ প্রায় অর্ধশত দালাল এবং জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার বর্তমান ও সাবেকসহ প্রায় ৫৭জন কর্মকর্তা কর্মচারীর নামে অধিগ্রহণের কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে।