জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আলোচনা সভা গত সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ্’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা জাফর ইকবাল, সহ সভাপতি ইসমত পাশা চৌধুরী ইনু, সালমা বেগম, সদস্য জামাল আহমেদ, জসীম উদ্দীন চৌধুরী, আবছার উদ্দিন অলি, এডভোকেট প্রতাপ পাল, সাফাত ইব্রাহীম, মঞ্জুর আলম। সভা শেষে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা হিসেবে মানবাধিকার সংগঠক জাফর ইকবালকে পত্র হস্তান্তর করা হয়। এসময় জাফর ইকবাল বলেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার কার্যক্রমকে গতিশীল করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












