সাধারণ শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোর প্রয়াসে বাণী অর্চনা উপলক্ষে এনায়েত বাজার রেলওয়ে কলোনিস্থ জননী পরিবারের পক্ষ থেকে গত বুধবার শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিপু কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক ঋত্বিক নয়ন। বিশেষ অতিথি ছিলেন সুচিত্রা গুহ টুম্পা। অনুষ্ঠানে দেড়শ শিশু কিশোরের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণে সহযোগিতায় ছিলেন মানব কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, শাওবান সোহাইব, মো. তাওহীদুল আলম, দিনু ঘোষ, শিউলি সেন, লিপি দাশ, ঝিনু পাল,রোজী দাশ গুপ্ত, অঞ্জন চক্রবর্তী, শিপু কুমার নাথ, সাজু ঘোষ, নরেন্দ্র কর, প্রদীপ চৌধুরী, সহদেব ঘোষ, সুজিত ঘোষ, নিপু নাথ, বিভাষ বিশ্বাস, সুভাষ দা, প্রকাশ ঘোষ, জুয়েল চৌধুরী, উজ্জ্বল দাশ, রানা দাশ, শিমুল দাশ, সুজিত কুর্মি, মো. জাবেদ, সাগর পাল, দিপক ঘোষ (মালু), প্রান্ত ঘোষ, শাওন সরকার, নোটন ঘোষ, সুব্রত ঘোষ, সুমন দাশ, বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ (গুনু), টিটু রায়, মো. শফিক, মো. কামাল, সুমন সরকার, রাজু ঘোষ, তোতন ঘোষ, উৎপল পালিত, দিলীপ পাল, বিজয় গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।