চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বিরোধীদল-মত নিয়ন্ত্রণে ব্যস্ত বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। এই সরকার জনগণের দুর্ভোগ লাঘবে সচেষ্ট নয়।
তিনি গতকাল শনিবার বোয়ালখালী ৬নং পোপাদিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান। ৬নং পোপাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান সুজনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইছহাক চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউছুপ চৌধুরী, আহমেদুল আলম, আইয়ুব মেম্বার, শাহ আলম, কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোসলেম মিয়া, ওয়াহিদুল আলম, আমিনুল ইসলাম মুন্সি, শাহ আলম কোম্পানী, এম কপিল উদ্দিন, রেজা মুন্সি, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইদ্রিস, শেখ মফিজ, শওকত নোমান খান, এস এম খালেদ, নুরুল্লাহ, ইকবাল হোসেন, দিদারুল আলম রিঠন, আহমদ ছফা, মোহাম্মদ শফি, মুসলিম উদ্দিন, ঈদু আলম, মোহাম্মদ পেয়ার, মঈন উদ্দিন, মোহাম্মদ সেলিম, বাবর আলী, আব্দুল মান্নান, সাইম উদ্দিন টিট, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক, নুর হোসেন, মোহাম্মদ জাবেদ, ওসমান, মোশারফ হোসেন আরজু, মো. আবছার, পারভেজ, নজরুল, বেলাল হোসেন, ছিদ্দিক আজাদ রিহাদ, এস.এ রাসেল, আব্দুল হালিম নাছির, সাইদুল হাসান হিমু, নুরুল আলম, সরওয়ার আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, আজম আলী, মোহাম্মদ নাছির প্রমুখ।