পটিয়ায় মাদকের রমরমা ব্যবসায় অতিষ্ঠ এলাকাবাসী। এর মাঝে উৎপাত বেড়েছে কিশোর গ্যাংয়ের। চোলাই মদের ব্যবসায়ীরা এলাকাজুড়ে মদের হাট বসিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় অতিষ্ঠ এলাকাবাসীর তাড়া খেয়ে সিএনজিচালিত টেক্সিভর্তি চোলাই মদ ফেলে পালালো একদল মাদক কারবারি। উপজেলার বড়লিয়া ইউনিয়নের শের আলী সওদাগরের দোকানের সামনে সড়কের উপর এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা মদসহ টেক্সিটি আটক করে পুলিশে খবর দেয়। পরে টেক্সিসহ চোলাই মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ইউনুচ ও মো. দিদার জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আমজুর হাট সড়কের দিক থেকে একটি প্রাইভেট কার একটি টেক্সির পেছনে ডাকাত বলে ধাওয়া করে। এ সময় টেক্সিটি থামিয়ে বস্তায় করে কিছু জিনিস কারে তুলতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তারা দৌড়ে ঘটনাস্থলে যাওয়ার সময় কারটি সড়কের দক্ষিণ দিকে দুইটি বস্তা নিয়ে পালিয়ে যায়।
সাথে টেক্সিসহ দুটি চোলাই মদের বস্তা ফেলে পালিয়ে যায় ২/৩ জন মাদক কারবারি। পরে স্থানীয়রা পটিয়া থানায় খবর দেয়। স্থানীয়রা জানায়, উদ্ধারকৃত চোলাই মদের পরিমাণ প্রায় ১০০ কেজির মত হবে।