রাঙ্গুনিয়ায় পাচারকালে ৫০০ লিটার চোলাই মদসহ একটি ট্রাক আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা লোকজন পালিয়ে যায়। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, ইসলামপুর গাবতল এলাকায় সন্দেহের ভিত্তিতে লোকজন একটি ট্রাক তল্লাশি করে ৫০০ লিটার মদ পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মদসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। গত ৬ মাস আগেও ট্রাকটি মদসহ ধরা পড়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।