জনজীবনে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে : ড. মইনুল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মইনুল ইসলাম বলেছেন- তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। তেল হচ্ছে বাস ভাড়ার একটি অংশ মাত্র। বাসে মালিকের বিনিয়োগ, ড্রাইভার হেলপারের বেতন, অফিস খরচসহ আনুষাঙ্গিক বহুকিছুর ওপর ভাড়া নির্ভর করে। শুধু জ্বালানি তেলের ওপর ভাড়া নির্ভর করে না। অথচ ভাড়ার
আংশিক উপলক্ষের ওপর ভর করে সরকার বাসভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বিষয়টি একেবারে ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ড. মইনুল ইসলাম। এতে জনজীবনে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
প্রফেসর মইনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তাই দেশেও জ্বালানি তেলের দাম বাড়াতে হবে। কিন্তু এক ধাপে ২৩ শতাংশ মূল্য বাড়িয়ে সরকার জনগণের ক্ষতি করেছে। এতে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে পড়ে যাবে। প্রতিটি জিনিসপত্রের দাম বাড়বে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে। বাড়বে মূল্যস্ফীতি। কৃষিসহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বাজারে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়েছে। এর জের ধরে সামাজিক নানা অস্থিরতা তৈরি হবে বলেও ড. মইনুল ইসলাম মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধওসি প্রদীপের মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে
পরবর্তী নিবন্ধবারবার দুর্ঘটনা, দুর্ভোগ আর কতদিন