জনজীবনে নিরাপত্তা বিধানে প্রশাসনকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাহফিলে শামসুজ্জামান হেলালী

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, মৌলিক নাগরিকসেবা এবং জনজীবনে নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। গতকাল বুধবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ১৪ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, খুলশী থানার সভাপতি মুহাম্মদ নুরুন্নবী, সমাজসেবক মুহাম্মদ কামরুল হুদা, মুহাম্মদ দেলোয়ার হোসেন, থানা সাধারণ সম্পাদক স ম শামীম, মুহাম্মদ সেলিম উল্লাহ, রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন, ইরফান সাইদ রানা, দিদারুল ইসলাম, নাজমুল হাসান, হুমায়ুন কবির, মুহাম্মদ আরিফুল হক, জায়েদুল ইসলাম, মুহাম্মদ লোকমান হাকিম, আকবর আহমদ ফেরদৌস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকশ দিনের কর্মসৃজন কর্মসূচি পুনরায় চালু করাসহ ১১ দাবি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ৪০তম একাডেমিক কাউন্সিলের সভা