সীতাকুণ্ডের জনগণ সুযোগ করে দিলে আজীবন আমি সীতাকুণ্ডবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ। আমার পুরো জীবনটা সীতাকুণ্ডের মানুষের কল্যাণে নিয়োজিত করতে চাই। যদি সামনের দিনগুলোতে সেই সুযোগ করে দেওয়া হয়, তাইলে আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সকলের কল্যাণে কাজ করে যেতে আমার জন্য অনেকটা সহজ হবে।
গতকাল সোমবার সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন অনেকেই মনে করছেন বর্তমানে বিএনপি বা জামায়াত ক্ষমতায়। আসলেই আমরা কেউই ক্ষমতায় নেই। দেশ চালাচ্ছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার। পার্থক্য শুধু এতটুকু, আগে বুকে স্বৈরাচার নামক পাথর চেপে বসেছিল, এই পাথরের চাপায় আগে কথা বলতে পারতাম না।
শেষে সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, সবার ঈদ কাটুক আনন্দ-উল্লাসে। সেই প্রত্যাশাই করি আমি।
ঈদুল ফিতরের জামাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ডাঃ কমল কদর, ভোক্তা অধিকার পরিষদের উত্তর জেলার সভাপতি, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর ও বিশিষ্ট সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষ।