‘জনগণ থেকে বিচ্যুত হয়ে বিএনপি দেশধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে’

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি সুজিত দাশের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মাসুদ খান, মোঃ সালাহউদ্দিন। এতে বক্তারা বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে একযোগে ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। মূলত জঙ্গি বাদের উত্থান ঘটানোর জন্যই বিএনপি এই ঘৃন্য কর্মকান্ডের পৃষ্টপোষকতা করেন। এখন ওই জঙ্গিদের মদদদাতা খালেদাতারেক দেশকে আবারও অন্ধকারে ডুবিয়ে দেবার ষড়যন্ত্রে মত্ত। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থেকেই ওই জঙ্গিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে, সোচ্চার হতে হবে। বিএনপিজামাত বাংলাদেশকে বোমাবাজির দেশে পরিণত করেছিল বলেই বাংলাদেশের জনগণ বিএনপিজামাতকে প্রত্যাখ্যান করেছে। জনগণ থেকে বিচ্যুত হয়ে ওরা দেশধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধ‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’