চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের আওতাধীন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে গতকাল মঙ্গলবার গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে জনতার উদ্দেশে বক্তব্য দেন, চট্টগ্রাম–৯ আসনের প্রার্থী ডা. একেএম ফজলুল হক।
তিনি বলেন, চট্টগ্রাম–৯ আসনের জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নানাভাবে অবহেলিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার উন্নয়নে কাজ করব। গণসংযোগ চলাকালে তিনি পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










