চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম –২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দেশের জনগণের জান–মাল, ঈমান ও আমানত সংরক্ষণ নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি গতকাল শনিবার ভূজপুর ইউনিয়নের কাজীরহাট বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ভূজপুর থানা আমির মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। শেষে দোয়ার মাধ্যমে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











