জনগণ এবার আমানত সংরক্ষণ নিশ্চিত করতে দাঁড়িপাল্লায় ভোট দিবে

চট্টগ্রাম-২ আসনে নুরুল আমিনের গণসংযোগ

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দেশের জনগণের জানমাল, ঈমান ও আমানত সংরক্ষণ নিশ্চিত করতে জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি গতকাল শনিবার ভূজপুর ইউনিয়নের কাজীরহাট বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ভূজপুর থানা আমির মাওলানা জাহাঙ্গীরসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শেষে দোয়ার মাধ্যমে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় সুন্নীজোট প্রার্থী ওয়াহেদ মুরাদের সমর্থনে মহিলা সমাবেশ
পরবর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর ওরশ সম্পন্ন