জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না

উত্তর জেলা বিএনপির আলোচনা সভায় নজরুল ইসলাম খান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মানুষ ক্ষমতার পরিবর্তন চায় দাবি করে ক্ষমতাসীন দলকে পদত্যাগ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণ অবৈধ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। পরিবর্তন চায় বলে মানুষ রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষ জেগে উঠেছে এবং তারা আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে। যুগে যুগে মানুষের দাবি কেউ দমাতে পারেনি। এই সরকারও তা করতে পারবে না। গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তর জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি লাশ ফেলার জন্য আন্দোলন করে না, জনগণের দাবি আদায়ে আন্দোলন করে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণকে দুঃশাসন ও দেশকে লুটের হাত থেকে বাঁচানোর জন্য বিএনপি আন্দোলন করছে।

তিনি বলেন, কিছু দিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে? জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাইলে আওয়ামী লীগ মানুষকে কষ্ট দিত না। তারা জনগণের ভোট চায় না। ভোটের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় উন্নয়নের কথা বলে। কিন্তু তাদের উন্নয়ন হচ্ছে গুটিকয়েক মানুষের উন্নয়ন। করোনার সময়ে দেশে ১২ হাজার নতুন কোটিপতি তৈরি হয়েছে। এদের উন্নয়ন করছে সরকার। আর সামপ্রতিক সময়ে দেশে নতুন করে দরিদ্র সীমার নিচে নেমেছে সাড়ে তিন কোটি মানুষ। সরকার এই সাড়ে তিন কোটি মানুষের নয়। এই মানুষেরা সরকার পরিবর্তন চায়।

মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিএনপিক গণমানুষের দল। তিনি সরকারের পতন না হাওয়া পর্যন্ত বিএনপির পতাকা তলে থেকে সংগ্রাম করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গোলাম আকবর খন্দকার বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে বারবার হেরেছে এবং বারবার হারবে ইনশাআল্লাহ। এটা জানে বলেই তারা কায়দা কৌশল করে ইলেকশন করতে চায়। জিয়াউর রহমান দেশ ও জনগণের জন্য যা করেছেন, তা নিয়ে কর্মী হিসেবে আমরা যতটা গর্ব করতে পারি, যেটা অন্যকোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পারে না। কারণ আমাদের নেতা কখনো দেশ ও জনগণের প্রশ্নে আপোষ করেননি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী মো. সালাউদ্দিন, অ্যাডভোকেট এম এ তাহের, কর্নেল আজিম উল্লাহ বাহার, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, শহীদুল ইসলাম চৌধুরী, আবু আহমেদ হাসনাত, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আলমগীর হোসেন ঠাকুর, কাজী মোহাম্মদ মহিউদ্দিন, গাজী নিজাম উদ্দিন, হাসান মোহাম্মদ জসীম, সরওয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বদরুল আলম, লায়লা ইয়াছমিন, মোহাম্মদ সিদ্দিক, সৈয়দ নাসির উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধক্যান্সারের চিকিৎসায় ৭ মিনিটের ইনজেকশন