জনগণ আ. লীগের রাজনীতিকে মন থেকে মুছে ফেলেছে

বিজয় দিবসের আলোচনা সভায় শামসুজ্জামান হেলালী

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

শেরশাহ শিল্পাঞ্চল ওয়ার্ড জামায়াত : জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণ আওয়ামী লীগের রাজনীতিকে মন থেকে মুছে ফেলেছে। তাদের কোন কথা, তাদের লেখা ইতিহাস জনগণ বিশ্বাস করে না। এ দেশের মানুষ তাদের কোন চেতনাকে ধারণ করে না। গত মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বায়েজিদ থানা শেরশাহ শিল্পাঞ্চল ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও শেরশাহ ওয়ার্ড সভাপতি নুরুল হুদার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের আমীর হাফেজ মনিরুল ইসলাম, মোস্তফা রেজা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীসেবার মান বাড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধবাকলিয়া প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের যুগ পূর্তি অনুষ্ঠান