দ্বাদশ নির্বাচনের জাতীয় সংসদ ও সরকার গঠন শেষ হলেও ‘সরকার পতনে’ নেতা–কর্মীদের ‘আশার বাণী’ শুনালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের নিচতলায় মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, এবার জনগণ আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে এবং সকল কর্মসূচি পালন করবে। খবর বিডিনিউজের।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় কামনায় এই আয়োজনে বিএনপি নেতা বলেন, প্রতিবাদের একটি উর্বর ক্ষেত্র বাংলাদেশ। এই পলিমাটি বর্ষাকালে যেমন নরম হয় আবার চৈত্র মাসে এমন কঠিন হয়, ওই কাঠিন্যের প্রচণ্ড প্রভাবে অনেক স্বৈরাচার ভেসে গেছে বাংলার পদ্মা, মেঘলা, যুমনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যায়। শেখ হাসিনার সরকারও আমাদের নদীর স্রোতধারায়, আমাদের পদ্মার স্রোত, মেঘনার স্রোতেও ভেসে যাবে। শেখ হাসিনা সরকারও টিতে থাকতে পারবে না মন্তব্য করে রিজভী বলেন, মোঘল আমলে বাদশা আকবরের একজন বুদ্ধিজীবী ছিলেন। আবুল ফজল তার নাম। তিনি বাংলা সম্পর্কে বলেছেন, ‘ধুলোর মধ্যে বিদ্রোহের ধুলা উড়ে। এই হচ্ছে বাংলা।’ শেখ হাসিনা মনে করেছেন প্রভুদের আশ্রয়ে–প্রশ্রয়ে আপনি ক্ষমতায় টিকে থাকবেন। সেই দিন এখন শেষ হয়ে এসেছে। নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে, মানুষ ভোট বর্জন করে মানুষ যেভাবে ‘বিজয়ের চিহ্ন’ দেখিয়েছে, এখান থেকে আপনার উপলব্ধি করা উচিত।












