সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার একটি প্রজেক্ট বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একই দিনে, একইসাথে দুই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে। জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি গতকাল রোববার বিকেলে নগরের কাজীর দেউরী মোড়ে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এরপর তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে কাজীর দেউরী কাঁচাবাজার, আসকারদীঘির পাড়, সার্সন রোড, ব্যাটারি গলি, চট্টেশ্বরী রোড, দামপাড়া ১নং গলি, এম এম আলী রোড এলাকায় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের গণসংযোগ ও পথসভা করেন। বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক সাইফুদ্দিন চৌধুরী রাশেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সরোয়ারের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য খোরশেদ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন সাহেদ বক্স, মো. শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, সফিক আহমেদ, রফিক সর্দার, হাজী আবু ফয়েজ, মো. সেকান্দর, শফিকুল ইসলাম খোকন, জামাল সর্দার, ফজর আলী, ওবাইদুল হক, নাছির উদ্দিন, শামছুদ্দৌহা, আবুল কালাম, মো. হোসেন, মো. শাহজাহান, মো. ইদ্রিস, মো. আনাছ, আবুল হোসেন, মেজবাহ উদ্দিন রাজিব, মো. শাহেদ, নূর উদ্দিন, মো. সাজ্জাদ ও মো. মোস্তাক।












