জনগণ অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায়

কূটনীতিকদের সঙ্গে ইফতারে ফখরুল

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, জাপান, চীন, রাশিয়া, সৌদি আরব, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, নেপাল, দক্ষিণ কোরিয়া, ইরাক, স্পেন, জার্মান, ফ্রান্স, তুরস্ক, কসোভো, কানাডা, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। খবর বাংলানিউজের। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। জুলাই বিপ্লব দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চিয়তামুক্ত ভবিষ্যত চায়।

এসময় আরও ছিলেন ইউএনডিপি, বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন দেশের নানা অঙ্গনের বিশিষ্টজনরা। ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধইফতারে পছন্দের সেরা হাইওয়ে সুইটসের মাটন হালিম ও তেহেরি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা