জনগণের সুখ-দুঃখের নির্ভরতার স্থান বিএনপি

চকবাজার ওয়ার্ডে গণসংযোগে আবু সুফিয়ান

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে গেছি। দুর্নীতিদুঃশাসন ও দেশপ্রেমের অভাব আমাদের পিছিয়ে পড়ার একমাত্র কারণ। সে ধারার বিপরীতে বিএনপি জনগণের জন্য একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়। জনগণ মেন্ডেট নিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপির নেতাকর্মীদের নয়, জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করবে। জনগণের সুখদুঃখের নির্ভরতার স্থান বিএনপি। তিনি গতকাল মঙ্গলবার ১৬নং চকবাজার ওয়ার্ডের চন্দনপুরা ও কলেজ রোড এলাকায় রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপূর্বে তিনি চন্দনপুরা জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। চন্দনপুরা ইউনিট বিএনপির সভাপতি মো. শওকতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন লিপু, সালাউদ্দিন কায়সার লাবু, রমজু মিয়া, খাজা আলা উদ্দিন, হেলাল চৌধুরী, নকীব উদ্দিন ভূইয়া, খালেদ সাইফুল্লাহ, সেলিম সিদ্দিকী, জাহেদুল হক জাকু, এম, এ হালিম বাবলু। বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন ভূইয়া, নাজমুল হক নাজু, মো আবু সালেহ, জসিম উদ্দিন, মো জসিম বাদশা, মো. হাসনাত মাসুদ, মোহাম্মদ হাফেজ আহাম্মদ, মো. ওসমান, মনসুর আলম, এরশাদ, মিন্টু, ফজলে আতাহার বাবু, মো গফুর, মো. কালাম, মিজান, মালেক, বাবলু, সোবহান, বাপ্পি, রনি,শাহীন, জসিম, জলিল, হুমায়ুন, ইকবাল, শামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-৫ আসনে ফজলুল হককে মনোনয়ন দেয়ার দাবিতে মশাল মিছিল
পরবর্তী নিবন্ধসিএমএম আদালতে প্রবেশন অধ্যাদেশের ওপর প্রশিক্ষণ