জনগণের সহযোগিতা পেলে উন্নয়নে নিজেকে উৎসর্গ করব

সিবিএফ’র সমাবেশে শামসুজ্জামান হেলালী

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের সহযোগিতা ও দোয়া পেলে উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। জনগণের আস্থা অর্জন একজন প্রকৃত জনপ্রতিনিধির সারাজীবনের সংগ্রাম। আমি এমন একজন হতে চাই, মানুষের কল্যাণে কাজ করব এবং জনগণের ভালোবাসা ও বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারি।

গত ২৮ আগস্ট নগরীর একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিজনেস ফোরাম (সিবিএফ) আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতিত্ব করেন সংগঠনের মুরাদপুরচাঁন্দগাঁও অঞ্চলের সভাপতি রাশেদুল আজম মঞ্জুর।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা ড. মহিউদ্দীন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন, পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, অধ্যাপক আজম খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জানে আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়িতে মহিলা দলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কৃষকের ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ