জনগণের সম্পদ লুটপাটকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সাধারণ গার্মেন্টস শ্রমিকরা সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে, প্রবাসীরা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে উত্তপ্ত রৌদ্রে কঠোর শ্রম দিয়ে এবং দেশের সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করে একদিকে রাজ ভাণ্ডার পূর্ণ করে দেশের অর্থনীতির চাকাকে সচল করছে অন্যদিকে কিছু দুর্নীতিবাজ জনগণের সেই কষ্টার্জিত অর্থ লুটপাট করে রাজ ভান্ডার শূন্য করে বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের দায়িত্বশীলরা এইসব দুর্নীতিবাজদের ব্যাপারে নীরব। অবশ্য দেশের গণমাধ্যম এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে।

জনগণের সম্পদ লুণ্ঠনকারী এইসব দুর্নীতিবাজরা যাতে দেশত্যাগ করতে না পারে সেইজন্য কঠোর নজরদারির পাশাপাশি তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য বিচার বিভাগসহ রাষ্ট্রের সৎ দায়িত্বশীলদের প্রতি আহবান জানাচ্ছি।

আবদুর রহিম

কমার্স কলেজ রোড, মতিয়ারপোল।

পূর্ববর্তী নিবন্ধঅরুণ দাশগুপ্ত : বহুধা প্রতিভার শুদ্ধ মানুষ
পরবর্তী নিবন্ধপ্রকৃতিতে বর্ষার অপরূপ সৌন্দর্য