জনগণের সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে মন জয় করা যাবে না

মোড়ে মোড়ে আ. লীগের শান্তি সমাবেশ

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশবিএনপি’র অবস্থা হয়েছে এরকমই। তাদের নিত্যসঙ্গী জামাত সহ স্বাধীনতা বিরোধী অপশক্তি। যারা ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যার প্রত্যক্ষ সহযোগী ছিল। এরা প্রকৃত অর্থেই যুদ্ধাপরাধী। এখন যেকোনভাবেক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বের দেশে দেশে মানবতাবিরোধী গণহত্যার মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিএনপি দাশখত দিয়েছে। বিদেশিরা কখনো নির্বাচন প্রভাবিত করতে পারবে না। তিনি গতকাল রোববার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এ. কে.এম বেলায়েত হোসেন,শফিক আদনান, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, স্বপন কুমার মজুমদার, রুহুল আমিন তপন, সালাউদ্দিন ইবনে আহমদ, ফজলে আজিজ বাবুল, মোহাম্মদ ফারুক আহমেদ, মুবিজুল হক পেয়ারু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

এ কে খান মোড় : এ কে খান মোড়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম এম.পি।মোর্শেদ আক্তার চৌধুরীর সভাপতিত্বে গতকাল রোববার অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা আওয়ামীলীগের সভাপতি নুরল আবছার মিয়া, আকবরশাহ থানা আওয়ামীলীগের সভাপতি সুলতান আহমদ চেয়ারম্যান, অধ্যাপক আসলাম হোসেন, কাজী আলতাফ হোসেন, এরশাদুল আমিন, সৈয়দ সারোয়ার মোর্শেদ কচি, এরশাদ মামুন, কায়সার মানিক। বক্তব্য রাখেন ওয়াহিদুল আমিন, মোজাফফর আহম্মদ মাসুম, সাহাবুদ্দিন জাহেদ, নিয়াজ আহাম্মদ, মুজিবুর রহমান শরিফ, শফিকুল ইসলাম মানিক,ইমরান আলী রাজু, নুরুন্নবী মারুফ, কামাল আহমেদ মাস্টার, আজম খান, ইলিয়াস, নুরুল কবির, জুয়েল সিদ্দিকি, আলী আকবর শাহীন।

৪০ ও ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ : বিএনপিজামায়াতের আগুন সন্ত্রাস থেকে জনগণের জানমাল রক্ষা ও জীবনজীবিকা স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নগরীর ১৯টি স্থানে অবস্থান, শান্তি ও উন্নয়ন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে। গতকাল রবিবার সকাল থেকে অবস্থান, শান্তি ও সমাবেশ করেছে ৪০ ও ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক কোং। উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে মন জয় করা যাবে না। এতে আরো আলোচনা করেন মহানগর কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান ভুলু, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব এ এস এম ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের মো. নুরুল আলম, মোহাম্মদ আলী, নুর মোহাম্মদ, হাজী শাহাদাত হাসান, মো. নাছির আলম, ওয়াহিদুল আলম মাস্টার, শামসুদ্দিন, আলী আকবর চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আবু সৈয়দ আবু, নুরুল ইসলাম সোনা মিয়া, সেকান্দর আজম, মোহাম্মদ রাশেদ, সাদেকুর রহমান, আলী, ছাবের আহমদ, লিটন মহাজন, নাছির আহমদ, আফরোজা খানম, নাছিমা আকতার, মোজাহেরুল ইসলাম, নাছির আহমদ, মোহাম্মদ হোসেন সুমন, এম.. সালাম, ওয়াহিদুল আলম চৌধুরী, আব্দুল কুদ্দুস মাখন, জোবায়ের বাসার, জসিম উদ্দিন হেলাল, দিদারুল আলম, নজরুল ইসলাম, হাবীব হাসান সেতু, জাহিদ খোকন, মো ইকবাল, সাজ্জাদ হোসেন, সালাউদ্দিন, আলফাজ, মিজানুর রহমান, আব্দুল মোতালেব রানা, ইয়াসিন আরাফাত, আকবর জুয়েল, সাইফুল, রিজোয়ান, দিদারুল আলম নান্টু, নজরুল ইসলাম নজু, হানিফ প্রমুখ। সমাবেশের পর একটি শান্তি মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আ.লীগ : ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন সমাবেশ সাগরিকা মোড় চত্বরে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর ইসমাইলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এরশাদুল আমীন, নজরুল ভূঁইয়া, নোয়াব আলী মিয়া, খোকন দেবনাথ, মোঃ মাহাবুবুল আলম, আক্তার চৌধুরী, ফরিদ, শিমুল দাশ, মোঃ শমসের আলী, আতাহার আলী, শরীফসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় কাউন্সিলর ইসমাইল বলেন, ৭১’র পরাজিত শক্তি আবারো চক্রান্তে মেতেছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির শিখরে উঠতে দেখে একাত্তরের পরাজিত দেশীয় ও আন্তর্জাতিক শক্তি জোটবদ্ধ হয়ে আবারো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, একের পর এক মেগা প্রজেক্টে পাল্টে যাচ্ছে দেশ তখন এই দেশকে আবারো তলাবিহীন ঝুড়ি করতে পরাজিত শক্ররা উঠে পড়ে লেগেছে।

দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপিজামায়াতের সন্ত্রাস নৈরাজ্য, অবরোধ, হত্যা, অগ্নিসংযোগসহ ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে শান্তি ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলমের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পতেঙ্গা এলাকার গুরুত্বপূর্ণ স্পট কাটগড় মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ আলী, সি ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খোকন, আওয়ামী লীগ নেতা মোঃ আক্কাস আলী, মোঃ লতিফ, মোঃ নাছির, মোঃ সেলিম মাস্টার, মোঃ শাহজাহান, মোঃ শাহ আজিজ, যুবলীগ নেতা মোঃ মাসুদ করিম, মোঃ মামুন, মোঃ ফারুক, মোঃ মহিউদ্দিন, মোঃ আরিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। মিছিল শেষে সকলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নির্দেশিত স্পট এম..আজিজ উদ্যানের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন।

আকবর শাহ থানা আ.লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্দেশনায় নগরীর সিটি গেইট চত্বরে আকবর শাহ থানা আওয়ামী লীগ, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর জহুরুল আলম জসিমের সভাপতিত্বে আবু সুফিয়ান ও শাহীন আহমদ সুমনের যৌথ পরিচালনায় গতকাল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ লোকমান আলী, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, মোঃ ইকবাল চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব, লোকমান আলী ইউসুফ, জসিম উদ্দিন আরজু, হারুন উর রশীদ, আনোয়ার হোসেন, মোঃ ইরফান, নুরুল হক, হারুন গফুর ভুঁইয়া, নুরুল ইসলাম, কাজী সেলিম, তাজুল ইসলাম চৌধুরী তাজু, লায়ন গিয়াস উদ্দিন চৌধুরী, সগির আলম, আনিস চৌধুরী রাজন, সেলিম উদ্দিন চৌধুরী, আবু তৈয়ব ইমন, সাহেদুল আলম শাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবহমান সময়
পরবর্তী নিবন্ধপাথরঘাটা পূজা উদযাপন পরিষদের সভা