শ্রীলঙ্কার বর্তমান অবস্থা ভালো নয়। অর্থনৈতিক বিপর্যয়ে দেশটিতে সংকট চলছে। গত বুধবার থেকে দেশটিতে কারফিউ জারি হলেও রাজপথ ছাড়েননি জনগণ। তাদের সঙ্গে এবার আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া। বহু নাটকের পর শেষ পর্যন্ত সার্থক হয়েছে জনগণের আন্দোলন। পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার রাজনৈতিক নেতা এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছার পর পদত্যাগ করেন এ লঙ্কান প্রেসিডেন্ট। দেশটির অনলাইন সংবাদমাধ্যম ডেইলি মিরর’ এ খবর নিশ্চিত করেছে। এর আগে অবশ্য রাজপথে নেমে বিশ্বকাপজয়ী জয়াসুরিয়া সাধারণ জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। টুইটারে আন্দোলনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবসময় শ্রীলঙ্কার জনগণের সাথে ছিলাম ও আছি। খুব দ্রুতই বিজয় উদযাপন করব। তবে এই বিজয়োৎসব পালিত হবে কোনোরকম হিংসাত্মক ঘটনা ছাড়াই। গত মে মাস থেকেই নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলা করছে শ্রীলঙ্কা।