চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে গতকাল বৃহস্পতিবার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই, ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাই। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। ফটিকছড়িবাসীর মৌলিক অধিকার–শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে এই জনপদকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত ফটিকছড়ি হিসেবে গড়ে তুলব। মিছিল ও সমাবেশে বক্তব্য দেন, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম ও ১১ দলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











