জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব : ডাঃ এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ অপরাহ্ণ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম পোমরা খা মসজিদে নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ধর্মীয় পরিবেশে দিনের সূচনা করে তিনি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কল্যাণ ও সুষ্ঠু নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নফল নামাজ শেষে তিনি পোমরা, শান্তিরহাট ইছাখালী ও ইছাখালী আদর্শ গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগকালে বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়াকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব।”

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং নির্বাচনী প্রচারণাকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বহিস্কৃত নেতা আকতার কামাল আবার বিএনপিতে