জনগণের ভোটে নির্বাচিত হলে সততার সঙ্গে দায়িত্ব পালন করব

রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণায় ডা. এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার গণসংযোগ শুরু করেন। তিনি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কল্যাণ ও সুষ্ঠু নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি পোমরা, শান্তিরহাট ইছাখালী ও ইছাখালী আদর্শ গ্রামে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন। গণসংযোগকালে বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, রাঙ্গুনিয়াকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করব।

পূর্ববর্তী নিবন্ধন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রাখতে হবে