জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে

বায়েজিদ বিএনপির সভায় বক্তারা

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ১০:০৬ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার, গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সরকার ক্ষমতায় আসার পর থেকে নজিরবিহীন দুর্নীতি, বিরোধী দলের নেতাকর্মীদের দমন নিপীড়ন চালানো ছাড়া আর কিছু দিতে পারেনি। ভোট ডাকাতি করে, মানুষের অধিকার হরণ করে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে।তিনি বলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর আতুরারডিপোতে বায়েজিদ থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এই সময়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু সরকার খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদেশে যেতে দিচ্ছে না। আইন ও বিচার বিভাগকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের প্রতিহিংসা এমন পর্যায়ে পৌঁছেছে তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার সৃষ্টি করছে। তাঁর অবদান মুছে ফেলতে ষড়যন্ত্র শুরু করেছে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে একদলীয় বাকশাল কায়েম করেছে। তাদের হাতে দেশ ও স্বাধীনতা নিরাপদ নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য এরশাদ উল্লাহ। থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, শামসুল আলম, জি এম আইয়ুব খান, ইয়াকুব চৌধুরী, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, আবদুল হাই, সৈয়দ জাকারিয়া সেলিম, হাজী মো. ইলিয়াছ, মো. বেলাল, এস এম আবুল কালাম আবু, মো. মামুন আলম, হাজী মো. হোসেন, নুর মোহাম্মদ, শামসুল আলম মেম্বার, জাহাঙ্গীর আলম মাষ্টার, মোরশেদুল আলম, মকবুল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি হাসপাতালে কোভিড ইউনিট ও সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ইউপি কার্যালয়ে অগ্নিকাণ্ড