জনগণের অতি চাহিদাকৃত ভোগ্যপণ্য তেল–চিনি–মশলা সিন্ডিকেটের টার্গেট বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যসমূহের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সবসময়ই ব্যবসায়ীদের নানারকম প্রণোদনা এবং সুযোগ সুবিধা দিয়ে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের যাবতীয় সকল সুযোগ সুবিধা ভোগ করেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে জনগণকে কষ্টে ফেলছে। দীর্ঘদিন ধরে তেল এবং চিনির মূল্যবৃদ্ধি এবং এসব পণ্যের দুস্প্রাপ্যতা তারই প্রমাণ বহন করে। এতে করে খুবই অসহায় হয়ে পড়েছে সাধারণ ভোক্তা। এসব ব্যবসায়ীরা সবসময় আর্ন্তজাতিক বাজারের দোহাই দিলেও বর্তমানে আর্ন্তজাতিক বাজারে এসব পণ্যের দাম কমলেও দেশে উল্টো দাম বাড়িয়ে বিক্রয় করা হচ্ছে। তিনি বলেন, যেকোনো মূল্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে হবে। পাশাপাশি জনগণকেও এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ঐকমত্য গঠন করার অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।












