চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। প্রতিদিন নিত্যপণ্যের দাম হু–হু করে বেড়েই চলছে। সীমিত আয়ের মানুষরা হিমশিম খাচ্ছে। বিএনপি জনজীবনে দুর্ভোগ লাগবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। চট্টগ্রামে থানা ভিত্তিক পদযাত্রা কর্মসূচি ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের অংশ। আর সে পদযাত্রা কর্মসূচিতে
সম্পৃক্ত হতে আমি চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের জনসাধারনকে আহবান জানাচ্ছি। তিনি গত বৃহস্পতিবার বিএনপি কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম মহানগরীর থানায় ভিত্তিক পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে দলীয় কার্যালয় নাছিমন ভবনে খুলশী থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথিন বক্তব্যে উপরোক্ত বক্তব্য
রাখেন।চট্টগ্রাম খুলশী থানা বিএনপির আহবায়ক এড. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও নগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলমের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, নগর মহিলা দলের সাবেক সভাপতি
মনোয়ারা বেগম মনি, ওয়ার্ড বিএনপির সভাপতি এড. আবুল কাশেম মজুমদার, আবদুর জাহের, সাধারন সম্পাদক নাছিম আহমেদ, এস এম আজাদ, বিএনপি নেতা মনির হোসেন, তানভীর আহমদ, এম আর গনি, সৈয়দ ওমর ফারুক, ফারুক সিকদার, মোঃ ইসমাইল হোসেন, আলাউদ্দিন বাবুল, আবদুল
হামিদ পিন্টু, নূর হোসেন উজ্জল, গুলজার হোসেন, নুরুল ইসলাম, মো. সরওয়ার আলম, মনির হোসেন বাবুল, মো. আবদুল আলিম গুড্ডু, আবদুল হাই, মো. নরুল আলম, মো. জুয়েল, রায়হান আলম, রবিউল ইসলাম ইউনুছ মুন্না, সাইফুল ইসলাম, মো. মিল্টন, নাছির উদ্দিন পিন্টু, মো. রমজান, মো. কামাল,
বাদশা আলম, ওমর ফারুক, জহিরুল ইসলাম, মো. আজম, মো. শাহজাহান মো. মনিক, মো. আরিফ, মো. রবিউল আলম বাবুল, সাজ্জাদ প্রমুখ।











