জনগণের টাকায় কাজ, তদারকিও করবে জনগণ : মেয়র

আহমদ মিয়া চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার ও মঞ্চ নির্মাণের কাজ শুরু

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা চাই শহরের প্রতিটি উন্নয়নকাজ যেন স্বচ্ছভাবে, মানসম্পন্নভাবে সম্পন্ন হয়। জনগণের অর্থে পরিচালিত কাজের তদারকি জনগণই করবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে।

গতকাল বুধবার ৩৮ নং ওয়ার্ডের মাইজপাড়াস্থ হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার ও মঞ্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে ২৬ লাখ ৬ হাজার ৭৩৩ টাকার ব্যয়ে এই শহীদ মিনার ও মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে এবং ঠিকাদার প্রতিষ্ঠান এন আলম অ্যান্ড সন্সের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে। আমরা কাজের জন্য অর্থ দেব, কিন্তু কাজের মান ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এলাকাবাসীর। আপনাদেরই তদারকি করতে হবে যেন কোনো অনিয়ম না হয়। শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রকৌশলী আবু শাদাত মো. তৈয়ব, প্রকৌশলী মোহাম্মদ আলী, বিএনপি নেতা এম এ আজিজ, মো. কামাল হোসেন, মো. হানিফ সওদাগর, শাহেদা খানম, আকতার জাহান, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সিকদার, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধচাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের