জনগণের জানমাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানা কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জনকে কেউ যাতে কলুষিত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় দলটি।
গত শুক্রবার চান্দগাঁও থানাধীন বাদামতল খাজা রোড মোড়ে গণসংহতি আন্দোলনের সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন দলের চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক ইকবাল মাসুদ। সমাবেশ পরিচালনা করেন চান্দগাঁও থানা কমিটির সদস্য সচিব শেখ মঈনুল আজাদ।
সমাবেশে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমী বলেন, কোনো প্রতিহিংসা ও জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি নয়। ধর্ম পরিচয়ের কারণে কেউ যাতে সহিংসতার শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সারা দেশে পাড়া–মহল্লায় ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস–সহিংসতা প্রতিহত করতে হবে ও জানমাল রক্ষা করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, দলটির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব মিজানুর রহিম চৌধুরী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদ আলম, মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী চিরন্তন চিরু, উত্তর জেলা কমিটির সদস্য নুরুল আলম, কোতোয়ালী থানা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মানিক শাহাদাত, চান্দগাঁও থানা কমিটির সদস্য আসাদুজ্জামান মুখতিয়ার ও রাঈন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।