সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে বানচাল করতে বিএনপি জাাময়াত জোট হরতাল অবরোধের নামে জনসাধারণের জানমালের ক্ষতি সাধন করার পাঁয়তারা করছে। জনগনের জানমালের ক্ষতির চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক উন্নয়নের মহাযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগনের রায়ে আওয়ামীলীগ সরকার গঠন করবে। তিনি গতকাল রোববার সাতকানিয়ায় মোটর চালক লীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দক্ষিণ জেলা মোটর চালক লীগের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ, সাতকানিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম উদ্দীন, সোনাকানিয়া জসিম উদ্দিন, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইদ্রীস, মোহাম্মদ আইয়াজ প্রমুখ। সকালে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি–জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস–নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন–অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি উন্নয়ন ও শান্তি সমাবেশ কেরানী হাটে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।