সব মত পথের জনগণের জন্য নিরাপদ পরিবেশ ও মুক্ত মানবিক দেশ গঠনে দশ দফা দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। ঢাকা প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দাবিগুলো হলো– দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আগামীতে জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের কমপক্ষে ২ বছর মেয়াদ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, কোন রাজনৈতিক দলের লোক থাকতে পারবেনা। দেশের মুক্তিকামি সকল মানুষের সহযোগিতায় অর্জিত মুক্ত পরিবেশ যেন কোনো একক দল বা গোষ্ঠী কুক্ষিগত করে এ অর্জনের সুফল নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকা। শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালতে কোন দলীয় রাজনীতি ও দখলদারিত্ব বন্ধ করা। ধর্মের নামে অধর্ম হিংস্র উগ্রবাদি খুনি জংগীবাদিদের প্রশ্রয় বন্ধ করা। ধর্মের নামে উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্র পাশবিক জংগীবাদি রাজনীতি নিষিদ্ধ করা। খুনি স্বৈরাচারের পতনের পর নিজেরাই পাল্টা খুন–অগ্নিসংযোগ–লুটতরাজ–মাজার শরীফ ও বিভিন্ন ধর্মের উপাসনালায়ে হামলাকারি ওয়াবি শিবির বিএনপির গুন্ডামি বন্ধ করা। সব মানুষের জীবন রক্ষার বাঁচার ও নিজের ধর্ম মত পথ আদর্শ নিয়ে বাঁচার অধিকার স্বাধীনতা নিশ্চিত কা।
যারা অন্যের অধিকার অস্বীকার ও হরণ করে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র কায়েম করার জন্য রাষ্ট্র জবরদখল করতে চায় তাদের দমন ও নিষিদ্ধ করা। ছাত্র জনতার ত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত পরিবেশ যেন কোনো দল বা গোষ্ঠী নিজেদের একক স্বার্থে অপব্যবহার করে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা এবং সংবিধানের বিগত স্বৈরাচারী দলের একক দলীয় মতবাদ ভিত্তিক ও সর্বজনীন মানবাধিকারের বিপরীত অন্যায় নীতি ও ধারাগুলো স্থগিত করে সবার বিশ্বাসগত মুক্তি ও স্বাধীনতার বাধা দূর করা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।