চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ক্ষমতার জন্য নয়, আমি এই এলাকার সাধারণ মানুষের খেদমত করতেই হাটহাজারীর মাঠে নেমেছি। আপনারা আমাকে দোয়া, ভালোবাসা ও সমর্থন দেবেন, যাতে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি ও উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দেওয়া যায়। ধর্ম–বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে শক্তি দিন। আমি হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয়, উন্নত ও সমৃদ্ধ আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
গতকাল শুক্রবার দিনব্যাপী হাটহাজারী উপজেলার ২ নং ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে তিনি ধলই ইউনিয়নের এনায়েতপুর ৮ নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন এবং মুরাদঘাটার উঠান বৈঠকে উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এরপর স্থানীয় সেকান্দর পাড়ায় একটি পথসভায় বক্তব্য রাখেন। জুমার নামাজ আদায় করার পর হযরত শাহজাহান শাহ মাজার জিয়ারত করেন।
ঐতিহ্যবাহী সরকার হাট বাজারে গণসংযোগের পর পথসভায় বক্তব্য দেন। এরপর তিনি স্থানীয় চৌধুরী বাড়ি ও আশরাফ জামান চৌধুরী বাড়ি হয়ে হযরত গুনুশাহ দরবার শরীফ জিয়ারত করেন। ব্যারিস্টার মীর হেলাল ধলই জনতা বাজার, শান্তির হাটসহ মোট ৯টি পৃথক উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথসভায় বক্তব্য রাখেন। এছাড়া তিনি ধলই ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দীন চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি, ধলই ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জি এম আজম মাস্টার, সাধারণ সম্পাদক নাসিম মেম্বার, কবির আহমদ সওদাগর, রবি চৌধুরী, নাজিম উদ্দীন মানিক, জাহিদুল আলম বাপ্পী, রোকন হোসেন রোকনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমাসহ নানান শ্রেণী–পেশার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












