বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রের যত বড় কর্তাই হোক বা প্রতিষ্ঠান হোক তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, এটাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। গত ১ এপ্রিল পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস ও যুগ্ম–সম্পাদক মুসলেম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম। বক্তব্য দেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান, এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল সুমন, সহ–সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মাওলা, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, কামাল হোসেন, রুহুল আমিন, লায়ন মজিবুর রহমান, আরিফ আহমেদ, মাহফুজুল হক, আইনজীবী আব্দুল মান্নান, বেলাল মাহমুদ বাবুল, মুজিবুল হক চৌধুরী প্রমুখ।
এক দশক পর স্বজনদের সাথে ঈদ উদযাপন করলেন সালাহউদ্দিন আহমদ : দীর্ঘ এক দশক পর নিজ মাতৃভূমিতে স্বজনদের সাথে ঈদ উদযাপন করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ। ঈদের দিন সকাল ৯টায় পেকুয়া উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি তাঁর মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন। পরে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।