চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সদরের পাশাপাশি উপজেলা পর্যায়েও সক্ষমতা বাড়াতে সরকার বিগত দুই বছরের ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তারদেরকে আরও আন্তরিক হতে হবে। তাহলে সরকারের ভিশন বাস্তবায়ন হবে। যাদের যে উপজেলায় পদায়ন করা হয়েছে তাদেরকে সেখানেই অবস্থান করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন লয়েল রোডের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলায় ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার/ সহকারী সার্জন পদে যোগদানকৃত ১৪১ জন চিকিৎসকের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি। বক্তব্য রাখেন ডা. ফজলুল করিম, ডা. মোহাম্মদ হানিফ, ডা. সুদীপ কুমার চৌধুরী ও ডা. জোয়াইরিয়া সুলতানা বন্যা। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ। অনুষ্ঠানে চট্টগ্রামের ১৫ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।