জনগণের আস্থা যে কোনো পেশার হার্টবিট

ভার্চুয়াল সেমিনারে ড. সেলিম উদ্দিন

| সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সেলিম উদ্দিন সম্প্রতি দি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সেমিনারে ‘ডাইনামিকস অফ অডিট কোয়লিটি ইন বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি আরো বলেন যে কোন দেশের বিশেষ করে উন্নত দেশে সম্পদ সৃষ্টি এবং জাতীয় আয় প্রবৃদ্ধি বেশির ভাগ ক্ষেত্রে অনেকটাই জবাবদিহিতা এবং শক্তিশালী অডিট ব্যবস্থা ও অডিট প্রক্রিয়ার উপর নির্ভর করে।’ প্রাক্তন প্রেসিডেন্ট দেওয়ান নুরুল ইসলামের সভাপতিত্বে আইসিএবিএর বর্তমান প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এতে স্বাগত বক্তব্য দেন। আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের জোয়ারদার এবং প্রাক্তন প্রেসিডেন্ট মো. ফারুক এফসিএ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ সমাপনি বক্তব্য দেন। আইসএিবির সিইও সুভাশীষ বোস অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশে এই পেশার উন্নয়নে অডিট ফার্মের অডিট কোয়ালিটি বিষয়টি অডিট প্রতিবেদন ব্যবহারকারী, বিনিয়োগকারী, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, অডিট সংক্রান্ত আইনী প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অডিট নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ সহ সবাইকে পারস্পারিক সহযোগিতার প্রতিশ্রুতিসহ আন্তরিক হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজী সারওয়ার ই আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবাঙ্কার সাপ্লাইয়ার্স এসোর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন