কর্ণফুলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা করেছে দক্ষিণ জেলা জিয়া মঞ্চ।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলজে মাঠে দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।
সদস্য সচিব এডভোকেট এসকান্দর আলম চৌধুরীর সঞ্চলনায় এতে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবু নিপার, কর্ণফুলী বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ফোরকান, কর্ণফুলী বিএনপির সদস্য সচিব হাজী ওসমান হোসেন, যুগ্ম আহ্বায়ক ড: গিয়াস উদ্দিন ফারুকী,কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ, আবুল কালাম, জিয়াউদ্দিন কাদের প্রমুখ।
এতে বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।