জনগণের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ত্যাগকে সার্থক রূপ দিতে হবে

কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজে বিজয় দিবসের সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৪ ডিসেম্বর চকবাজার ধনিরপুলস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আবদুল কাইয়ুম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ আঞ্চলিক পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি। যা স্বাধীনতার পাঁচ দশকে এসেও পূরণ হয়নি। জনগণের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ত্যাগকে সার্থক রূপ দিতে হবে।

আজিম উদ্দীন আহমেদ ও শারমিন আক্তারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ সমরজিৎ দাশ,আব্দুর রহিম, অধ্যাপক কফিল উদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা, খোরশেদ আলম, কাকলি বড়ুয়া, হান্নান সরকার, প্রদীপ কুমার নাথ, আব্দুল্লাহ আল মাসুদ, রঞ্জিত চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, হৃদয় চক্রবর্তী, সৈয়দ নূর, শাহরিনা তাসনিম, বৃষ্টি দেওয়ানজী, নাসরিন সুলতানা সুমি, স্বপ্না সাহা, জাহিদুল ইসলাম, জিএম আজম, দোলন দাস, পূজা দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে কোনোদিন আপস করেননি
পরবর্তী নিবন্ধ৫০টি বিলে সই বাইডেনের, জাতীয় পাখি হল টাক ঈগল