জনগণের অধিকার হরণের পরিণতি ভালো হয় না

মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ শাহজাহান

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে যদি জনগণের মতামত উপেক্ষা করে যেনতেনভাবে নির্বাচনের পাঁয়তারা করা হয়, তাহলে জনগণকে আরও একটি জুলাই বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। কিন্তু সরকার যদি একতরফা ও প্রহসনের নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। ইতিহাস সাক্ষী, জনগণের অধিকার হরণ করলে তার পরিণতি ভালো হয় না।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, অধ্যাপক মুহাম্মদ নুর, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, . মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল, . আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহসিন কলেজ’৯৩ ব্যাচের মিলনমেলা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল