জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ বিএনপি

পশ্চিম বাকলিয়ায় উঠান বৈঠকে বক্তারা

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ‘এ’ ইউনিটে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ে গতকাল মঙ্গলবার শাহআমানত হাউজিং সোসাইটি এলাকায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিট বিএনপির সভাপতি নূর নবি মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তৈয়ব। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জীবনজীবিকার নিশ্চয়তা দেওয়া বিএনপির অঙ্গীকার। বিএনপি জনগণের দল এই দল আপস করে না। সকলে ধানের শীষের পক্ষে কাজ করুন, ঐক্যবদ্ধ থাকুন, তাহলেই পরিবর্তন আসবেই। বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম, মো. আক্তার খান, আবু তৈয়ব, মো. সেকান্দর প্রমুখ। উপস্থিত ছিলেন মো. রায়হান, আশরাফ, জাহাঙ্গীর আলম জনি, সিফাতুর রহমান, এস এম বাবলু, মো. ফারুক, আবু মহসিন ইমন, আবিদ, জিহাদ প্রমুখ। শেষে নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ সংস্কার আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে রাউজানের জনসমাবেশ সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত