জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষা ছিল বেগম জিয়ার মূল দর্শন

যুবদলের দোয়া মাহফিলে এরশাদ উল্লাহ

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যাঁর নাম উচ্চারিত হলেই সাহস, আপসহীনতা ও নেতৃত্বের কথা মনে পড়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন; তিনি এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।

তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় রৌফাবাদ এলাকায় চট্টগ্রাম৮ সংসদীয় আসনের চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাঁচলাইশ ও বায়েজিদ থানা যুবদলের অন্তর্গত ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে ও বায়েজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক সি. যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সি. সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, সাইদুল হক শিকদার, রিদওয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম কুট্টি, শফিউল বাশার শামু, মিল্লাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ দুইজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার